মুসলমান ভাইয়েরা নামাজ আদায় করুন ও অন্য ধর্মাবলম্বীরাও প্রার্থনা করুন: প্রধানমন্ত্রী - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 30 March 2020

মুসলমান ভাইয়েরা নামাজ আদায় করুন ও অন্য ধর্মাবলম্বীরাও প্রার্থনা করুন: প্রধানমন্ত্রী


একুশে মিডিয়া, রিপোর্ট:
দেশে করোনাভাইরাস বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকতে দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।<:একুশে মিডিয়া:>
প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বাইরে বের হলে মানুষের ভিড় এড়িয়ে চলুন।<:একুশে মিডিয়া:>
যারা করোনাভাইরাস-আক্রান্ত হয়ে বিদেশ থেকে ফিরেছেন, তারা ১৪ দিন সম্পূর্ণ আলাদা থাকুন।<:একুশে মিডিয়া:>
ঘন ঘন সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিসু দিয়ে নাক-মুখ ঢেকে নিন। যেখানে-সেখানে কফ-থুতু ফেলবেন না। করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন।<:একুশে মিডিয়া:>
মুসলমান ভাইয়েরা ঘরেই নামাজ আদায় করুন। অন্য ধর্মাবলম্বীরাও ঘরে বসে প্রার্থনা করুন। পরিবার, পাড়া-প্রতিবেশী এবং দেশের মানুষের জীবন রক্ষার্থে এ সব পরামর্শ মেনে চলা প্রয়োজন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।<:একুশে মিডিয়া:>



একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages