![]() |
হাসনাইন আহমেদ হাওলাদার, বোরহানউদ্দিন:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে আজ ষষ্ঠ দিনের মতো খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলা প্রশাসন থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রী বিতরন করেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।
মরনঘাতী ভাইরাস করোনা যখন বিশ্ব ব্যাপী মহামারী আকার ধারণ করছে ঠিক সে সময়ে সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ অনির্দিষ্টকালের লক ডাউনে যায়। এ সময়ে কর্মহীনদের খাদ্য সহায়তা দিতে ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল এমপি উপজেলা প্রশাসনকে খাদ্য সামগ্রী বিতরনের নির্দেশ দেয়।
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষে বোরহানউদ্দিন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আবু বকর ছিদ্দিক খাদ্য সামগ্রী বিতরণের দায়িত্ব পালন করেন। বিভিন্ন ইউনিয়ন বিতরণ শেষে সন্ধ্যায় টবগী ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের ৩০ টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন টবগী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোঃ সোলায়মান মাষ্টার, টি আই সহকারী মোঃ গোলাপ হোসেন, বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ হাসনাইন।
খাদ্য কর্মকর্তা বলেন আমাদের এ সহায়তা সংকট শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment