রেখা মনি, রংপুর:
করোনা ভাইরাসের দুর্যোগে মিঠাপুকুর উপজেলার ৫ নং বালারহাট ইউনিয়নের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি,ও ছাত্রলীগের তরুন নেতা মোঃ স্বাধীন আহমেদ এর নিজ উদ্দেগে মোঃ হিমন মিয়া,,, ও সাদ্দাম হোসেনের সহযোগিতায় নিজ এলাকায় দুস্থঃ অসহায় ও ভিক্ষুক ২৫ পরিবারে বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরণ করেন।
করোনা ভাইরাসের দুর্যোগে মিঠাপুকুর উপজেলার ৫ নং বালারহাট ইউনিয়নের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি,ও ছাত্রলীগের তরুন নেতা মোঃ স্বাধীন আহমেদ এর নিজ উদ্দেগে মোঃ হিমন মিয়া ও সাদ্দাম হোসেনের সহযোগিতায় নিজ এলাকায় দুস্থঃ অসহায় ও ভিক্ষুক ২৫ পরিবারে বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরণ করেন।
No comments:
Post a Comment