রেখা মনি, রংপুর বিভাগ:
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের হাসপাতালে আনা-নেয়া এবং মৃতব্যক্তির লাশ বাড়িতে পৌঁছে দেবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ৪০ জন ডাক্তার দ্বারা রাজধানীর ১০টি পয়েন্ট থেকে এই সার্ভিস ২৪ ঘন্টা পরিচালিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় কলাবাগান ক্রীড়াচক্র খেলার মাঠে সংগঠনের সভাপতি নির্মল রন্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সার্ভিসটি উদ্বোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আব্দুল আলিম বেপারী,মজিবুর হক স্বপন,নাফিউল করিম নাফা, আজিজুল হক আজিজ, কৃষিবিদ মাহাবুব সহ কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ।
করোনা সংক্রান্ত জরুরী যে কোন স্বাস্থ্য সেবা পেতে স্বেচ্ছাসেবক লীগের “টেলি হেলথ্ সার্ভিস 09611999777 ” নম্বরে ফোন করে প্রয়োজনীয় পরামর্শ গ্রহন করার অনুরোধ জানিয়েছেন ‘।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment