চৌদ্দগ্রামে মহাসড়কে হাইওয়ে পুলিশের কঠোর করোনা সংক্রমণ প্রতিরোধে কঠিন অবস্থান - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 6 April 2020

চৌদ্দগ্রামে মহাসড়কে হাইওয়ে পুলিশের কঠোর করোনা সংক্রমণ প্রতিরোধে কঠিন অবস্থান


এম এ হাসান, কুমিল্লা:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর অবস্থানে মিয়াবাজার হাইওয়ে পুলিশ।কুমিল্লা জেলা হাইওয়ে পুলিশের এসপি নজরুল ইসলাম পিপিএম (কুমিল্লা হাইওয়ে রিজিওনাল)র নির্দেশে ও চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীনের নেতৃত্বে পুলিশ সদস্যরা জরুরী সেবার আওতায় চলমান মালবাহী গাড়ির চালক-হেলপার ও সড়কের পাশের নিত্য পণ্যের ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

সোমবার উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মহাসড়কের বাবুর্চি বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে জরুরী সেবার আওতার বাহিরে থাকা ঢাকাগামী কোন গাড়ি যেতে দেয়নি পুলিশ। ওই সব গাড়ি পূনরায় যাত্রা শুরুর স্থানে ফেরত পাঠানো হয়। এছাড়া মোটর সাইকেলে একজনের বেশি না বসা, বাইরে অযথা ঘোরাঘুরি না করে বাড়ীতে থাকার নির্দেশ দেওয়া হয়।
অপরদিকে ব্যক্তিগত গাড়ি চালক ও সড়কে চলাচলকারীদের উপযুক্ত কারণ ছাড়া ঢাকার দিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীন বলেন, ‘মহাসড়কে করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশ। ইতোমধ্যে সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।
প্রয়োজন ছাড়া যারা বাড়ির বাইরে যাচ্ছেন তাদের ঘরে থাকার পরার্মশ দেওয়া হচ্ছে’।এসময় উপস্থিত ছিলেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ীর এসআই আহমদ শরীফ, এসআই হারুনূর রশীদ, সার্জেন্ট মাহামুদুন নবী, এএসআই মোহাম্মদ আলী, সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages