বাঁশখালীতে নিহতদের ৩ কোটি ও আহতদের ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নোটিশ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 22 April 2021

বাঁশখালীতে নিহতদের ৩ কোটি ও আহতদের ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নোটিশ

একুশে মিডিয়া, রিপোর্ট: 

ছবি: একুশে মিডিয়া

বাঁশখালীর গন্ডামারায়কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে’ শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে কোটি টাকা করে এবং আহতদের প্রত্যেককে কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে একইসঙ্গে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং নিহত আহত শ্রমিকদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে নোটিশে অনুরোধ জানানো হয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, শিল্প মন্ত্রণালয় সচিব, বাণিজ্য মন্ত্রণালয় সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের নোটিশ পাঠানো হয়েছে

রবিবার (১৮ এপ্রিল) মানবাধিকার সংস্থা আইন সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা নাসরিন নোটিশ প্রেরণ করেন নোটিশে শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনার আর্জি জানানো হয়েছে

এছাড়া নোটিশ পাওয়ার দিনের মধ্যে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ক্ষতিপূরণ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে অন্যথায় বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে

উল্লেখ্য, শনিবার (১৭ এপ্রিল) চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এতে সাতজন শ্রমিক নিহত অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে

নিহতরা হলেন- শুভ (২৩), মো. রাহাত (২৪), আহমদ রেজা (১৯), রনি হোসেন (২২), রায়হান (২০) মো. শিমুল (২৩) রাজিউল ইসলাম (২৫) সংঘর্ষে আবদুল কাদের, ইয়াসির আহমেদ, আসাদুজ্জামান নামে তিন পুলিশ কনস্টেবলও আহত হয়েছেন

ওই বিদ্যুৎকেন্দ্রে প্রায় ছয় হাজার শ্রমিক কাজ করেন সংঘর্ষের ওই ঘটনায় শনিবার রাতে বাঁশখালী থানায় পৃথক দুটি মামলা হয়েছে এতে অজ্ঞাতপরিচয় সাড়ে তিন হাজার জনকে আসামি করা হয়েছে

 

 

২২ এপ্রিল ২০২১ ইং# মোহাম্মদ ছৈয়দুল আলম সম্পাদক প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া সংবাদ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages