এক মানবিক ব্যাংক কর্মকর্তার বদলিতে স্থানীয় গ্রাহকদের ভালোবাসার বহিঃপ্রকাশ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 1 August 2021

এক মানবিক ব্যাংক কর্মকর্তার বদলিতে স্থানীয় গ্রাহকদের ভালোবাসার বহিঃপ্রকাশ

হাসনাইন আহমেদ হাওলাদার, বোরহানউদ্দিন প্রতিনিধি:

জনতা ব্যাংক ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট ব্রাঞ্চ ম্যানেজার মুহাম্মদ মাকসুদুর রহমানকে বদলি করে বোরহানউদ্দিন শাখায় প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯শে জুলাই) কুঞ্জেরহাট ব্রাঞ্চে ছিল তাঁর শেষ কর্মদিবস। জানা যায়, ২০১৮ ইং সালের ৬ই মে তে কুঞ্জেরহাট ব্রাঞ্চে যোগদান করেন তিনি। উক্ত ব্রাঞ্চে তিনি ৩ বছর ২মাস সুনামের সহিত তার অর্পিত সকল দায়িত্ব পালনে যথেষ্ট সক্রিয় ছিলেন। তাঁর পরিচালনা ও কর্মদক্ষতায় সকল স্টাফগণ তাঁদের দায়িত্ব পালনে ছিলেন অটল।

স্থানীয় গ্রাহক সূত্রে জানা যায়, তিনি শুধু ব্যাংক কর্মকর্তাই ছিলেন না, ছিলেন একজন সৎ ও মানবিক কর্মকর্তাও। যার জ্বলন্ত প্রমাণ এক বৃদ্ধ গ্রাহক তাঁর বয়স্ক ভাতা তুলতে ব্যাংকে এসে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে ম্যানেজার স্যার তাঁর নিজ খরচ ও তদারকিতে ব্যাংক স্টাফদের মাধ্যমে তাঁকে হাসপাতালে পাঠিয়ে সঠিক চিকিৎসা সেবা দিয়ে নিরাপদে বাড়ি পৌঁছিয়ে দেন। শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত ব্যাংক স্টাফগণ তাঁদের অবসরভাতা তুলতে এলে কোনো ধরনের হয়রানির শিকার না হয়ে খুব সহজেই পেয়ে যান তাঁদের অবসরভাতা। এমন সম্মান ও ভালোবাসা অন্য কোন ম্যানেজার দায়িত্বে থাকাকালীন পাননি তাঁরা। এমন এক সৎ ম্যানেজারের বদলিতে সত্যিই তাঁরা ব্যথিত। বিদায় মূহুর্তে তাঁকে বিদায় জানাতে ব্যাংকের আওতাধীন দূরদূরান্ত থেকে ছুটে আসে তাঁকে ভালোবাসা বিভিন্ন গ্রাহকগণ। এসময় অনেকে কান্নায়ও ভেঙে পড়ে। এ কান্না যেন সৎ, মানবিক ও দক্ষ এক মানুষকে হারানোর কান্না ছিল তাঁদের।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages