বাঁশখালী উপজেলার হতদরিদ্র ৩০০ পরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। উপহার সামগ্রী পেয়ে খুশিতে শোকরিয়া আদায়ের পাশাপাশি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাছিনার। গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকাল ৪টায় উপজেলার পুকুরিয়া ইউনিয়নের নাটমুড়ায় প্রধানমন্ত্রীর দেয়া ৪০টি ঘরও ঘুরে দেখেন এবং তাদের সাথে কথা বলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান।
৪০টি পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তাও তুলে দেন এবং তাদের সন্তানদের চিপস্ দেন। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে এ ঘরগুলো প্রদান করা হয়। এরপর জেলা প্রশাসক বাঁশখালীর বিভিন্ন এলাকার আরও ২৬০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। এ কথা গ্রামের তৃণমূলে পৌঁছাতে হবে। হতদরিদ্রদের ঘরবাড়ি নির্মাণ করে দেয়া এবং খাদ্য সহায়তা করার মত মানবিক দৃষ্টিভঙ্গি সবার হয় না। নিজের সুখস্বাচ্ছন্দ্য না দেখে গরীবের দুঃখে কাঁদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী
সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান, সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম মিয়াজী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুরঞ্জন বড়ূয়া, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস, ইউপি সদস্য ফরিদ আহমদ, সাংবাদিক ছৈয়দুল আলম প্রমুখ।
আজ শুক্রবার (২০ আগস্ট ২০২১ইং) সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment