এনামুল কবির মুন্না:
জুয়া খেলার দায়ে দোয়ারাবাজারে ৫ জুয়াড়িকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ এ জেল- জরিমানা করেন।
এরা হলেন-দোহালীয়া ইউনিয়নের মজুরবাজার চায়ের দোকান মালিক কুরিলারপাড় গ্রামের মৃত মনফর আলীর পুত্র বকুল মিয়া (২৮), রামনগর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আবু সাইদ (৫১), জীবনপুর গ্রামের আমজাদ আলীর পুত্র উমর আলী (৫০), পানাইল গ্রামের মৃত ফয়জুর রহমানের পুত্র আবুল হোসেন (৪৮) ও ভবানিপুর গ্রামের মৃত রশিদ আলীর পুত্র নাজির আলী (৬৫)।
দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান জানান,বৃহস্পতিবার রাত ১০ টার দিকে জুয়া খেলার দায়ে দোহালীয়া মজুরবাজার চা দোকান মালিক বকুল মিয়ার দোকান থেকে ৫ জুয়াড়িকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার রাতেই তাদের ভ্রাম্যমাণ আদালতের হাজির করলে বিচারক ৪ জনকে ১৫ দিন করে কারাদন্ড ও দোকান মালিক বকুল মিয়াকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা জরিমানা করেন। আজ শুক্রবার (২০ আগস্ট ২০২১ইং) সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
একুশে মিডিয়া.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন ও শেয়ার করুন।
No comments:
Post a Comment