স্টাফ রিপোর্টার:ই-একুশে মিডিয়া
বাংলাদেশ মানবাধিকার কমিশন-বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবাধিকার বিষয়ক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালী উপজেলা সদরস্থ ক্যাফে আমানে সংগঠনের সভাপতি মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাঃ আব্দুর রহমান সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক অজিত কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের চৌং, যুগ্ম-সম্পাদক অ্যাডঃ আরিফুল হক তায়েফ। হাফেজ মুহাম্মদ দেলোয়ার হোছাইন ইকবাল পবিত্র আল কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এছাড়াও উপস্থিত ছিলেন- অত্র সংগঠনের নির্বাহী সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখতারুজ্জামান, মোহাম্মদ নোমান, মোহাম্মদ ওসমান গণি, সহ-সভাপতি নুরুল আলম শিকদার, অ্যাডঃ বেলাল চৌধুরী, মোঃ মুনিরুল মান্নান চৌধুরী, মোঃ জামাল উদ্দিন, যুগ্ম-সম্পাদক ডাঃ আকবর আহমদ, মোঃ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুনাইদুল হক, মোহাম্মদ কফিল উদ্দীন, আইটি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক আবুল হাশেম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউছুপ, মোহাম্মদ আবুল কাসেম, নির্বাহী সদস্য আবদুল মালেকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন বাঁশখালী শাখার নেতৃত্ববৃন্দ।
No comments:
Post a Comment