কর্ণফুলীতে আট কোটি টাকার স্বর্ণের চালান আটক-৪ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 16 June 2023

কর্ণফুলীতে আট কোটি টাকার স্বর্ণের চালান আটক-৪

ওসমান হোসাইন,কর্ণফুলী, চট্টগ্রাম:

ই-একুশে মিডিয়া

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় চট্টগ্রাম শহরমুখী একটি বাস থেকে কেজি ৬২৩ গ্রাম স্বর্ণসহ চারজনকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক মইজ্জ্যারটেক চেকপোষ্টে দেশের সড়কপথে সর্বোচ্চ বড় স্বর্ণের চালান শুক্রবার(১৬জুন) সকাল ১০.১০মিনিটে  কর্ণফুলী থানা পুলিশ আটকে দিয়েছে

চেক পোস্টে দায়িত্বরত শিকলবাহা পুলিশ ফাঁড়ি ইনর্চাজ এসআই মোবারক হোসেন সন্দেহ ব্যক্তিদেরকে তল্লাশি চালালে বিশেষ কায়দায় এই স্বর্ণের থলে বেরিয়ে আসেস্বর্ণ উদ্ধার আটকের বিষয় নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ আটককৃতরা হলেন চট্টগ্রামের  বাঁশখালী থানা এলাকার বাসিন্দা অলোক ধর (২৫), নারায়ন ধর (৩৮), জুলি ধর (৩৫) এবং গীতা ধর (৩৮)

সিএমপি বন্দর জোনের এডিসি শেখ শরিফুউজ জামান তৎক্ষণাৎ সাংবাদিকদেরকে এক বিবৃতিতে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক চেকপোষ্টে কক্সবাজার থেকে আগত "মারসা" পরিবহনের একটি বাস থেকে জনকে আটক স্বর্ণ গুলো উদ্ধার  করা হয় তাদের মধ্যে জুলি গীতা ধরের কোমড়ে পেচানো অবস্থায় কেজি ৬২৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয় তারা বাস যোগে স্বর্ণগুলো চট্টগ্রামের উদ্দেশে নিয়ে আসছিলেন উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকা হতে পারে

আটককৃতদের তথ্য অনুযায়ী জানা যায়, তারা এই নিয়ে দ্বিতীয়বারের মতো স্বর্ণের চালান পাচার করছিলেন চট্টগ্রামে চালান পাচারের জন্য জনপ্রতি তারা ১০ হাজার টাকা করে পেতেন ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ থেকে তবে এখনও কোন ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের নাম প্রকাশ করেননি তারাকর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন জিজ্ঞাসাবাদ করে আটক ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages