একুশে প্রতিবেদক:ই-একুশে মিডিয়া
চট্টগ্রামের বাঁশখালীতে শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের কৃপাধন্য কৃতি সন্তান পালেগ্রাম শ্রীশ্রী আদিত্য আশ্রম প্রতিষ্ঠাতা মহাযোগী স্বামী প্রদীপানন্দ পুরী মহারাজ এর ৭১ তম শুভ জন্মোসর আবির্ভাব দিবস ১৬ জুন উপলক্ষে নানা আয়োজন করেন শ্রীশ্রী আদিত্য আশ্রম কল্যাণ ট্রাষ্ট। এই আবির্ভাব দিবসকে কেন্দ্র করে গীতা পাঠ, শিব পূজা, কালী পূজা, গুরুপূজা ও গণেশ পূজার মধ্য দিয়ে শ্রীমৎ স্বামী প্রদীপানন্দ পুরী মহারাজের ৭১ তম আবির্ভাব দিবস পালিত হয়েছে।
অদ্য ১৬ জুন (শুক্রবার)সকাল ১০ টা থেকে সারাদিন ব্যাপী আবির্ভাব দিবস পালন অনুষ্ঠানটি বাঁশখালী উপজেলার পালেগ্রাম শ্রীমৎ স্বামী প্রদীপানন্দ পুরী মহারাজ জী ও শ্রীশ্রী আদিত্য আশ্রম কল্যাণ ট্রাষ্টস্থ এ আবির্ভাব দিবস অনুষ্ঠিত হয়। শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের আবির্ভাব দিবস পালন অনুষ্ঠানে ছুটে আসেন বিভিন্ন আশ্রমরে মহারাজগণ, সাদু সন্ন্যাসী সহ ভক্তবৃন্দরা। এই শুভ অনুষ্ঠান উপলক্ষে প্রার্থনা শেষে ভক্তদের মাঝে অনন্দ বাজারে প্রসাদ আস্বাদানের মাধ্যামে অনুষ্ঠান সম্পন্ন হয়।
No comments:
Post a Comment