একুশে মিডিয়া, প্রতিবেদন:
‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাড়তি ইলিশ উৎপাদনের লক্ষ্যে ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশের মতো চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতেও পালিত হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার পশ্চিম চাম্বল বাংলাবাজার মৎস্যঘাট এলাকায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও নৌ র্যালির আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা অংশ নেন।
আলোচনা সভা ও নৌ র্যালিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসসিএমএফের ডিপিডি মিজানুর রহমান, চট্টগ্রাম নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার সাঈদ ইবনে রেজা, খাটখালী কোস্ট গার্ডের কমান্ডার সাখায়েত, বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়সার হামিদ, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার সাইফুল ইসলাম, ব্যবসায়ী আবদু শুক্কুর কোম্পানি, গণ্ডামারা ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ওসমান, সমাজসেবক ওমর সানী মোস্তাক, মৎস্যজীবী ফারুক মাঝি ও হেফাজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, “প্রতি বছরের মতো এবারও জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—বাঁশখালীর বিভিন্ন মৎস্যঘাট, মাছের আড়ৎ, বাজারসহ জনবহুল স্থানে জাটকা সংরক্ষণের গুরুত্ব ও সংশ্লিষ্ট আইন বিষয়ে প্রচার-প্রচারণা, গুরুত্বপূর্ণ স্থানে ভিডিওচিত্র প্রদর্শন, হাটবাজার ও আড়তে মোবাইল কোর্ট পরিচালনা এবং বিশেষ অভিযান।
No comments:
Post a Comment