পেকুয়ায় বন্ধ সড়ক উন্নয়ন কাজ পুনরায় শুরুর দাবিতে মানববন্ধন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 11 May 2025

পেকুয়ায় বন্ধ সড়ক উন্নয়ন কাজ পুনরায় শুরুর দাবিতে মানববন্ধন

এইচ. এম. শহীদ, পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বন্ধ হয়ে যাওয়া পেকুয়ার চর সড়ক উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ মে) সকাল ১০টায় পেকুয়ার চর এলাকার শত শত নারী-পুরুষ ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে সোনালী বাজারে এসে মানববন্ধনে অংশ নেন। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা জানান, ২০২৩-২৪ অর্থবছরে এলজিইডির অধীনেমেসার্স চকরিয়া ডেভেলপমেন্টনামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নতুনঘোনা থেকে ষাটদুনিয়া পাড়া পর্যন্ত দুই কিলোমিটার সড়কের মেকাডম কংক্রিটের কাজ শেষ করলেও বিটুমিনের পিচ ঢালাই এখনো অসমাপ্ত রয়ে গেছে।

তারা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর উপকূলীয় বনবিভাগ এই উন্নয়ন কাজে বাধা দিচ্ছে। বন বিভাগ দাবি করছে, সড়কটি তাদের মালিকানাধীন জমির ওপর নির্মিত হচ্ছে। এমনকি স্থানীয়দের বাড়িঘরের সংস্কারেও বাধা দেওয়া হচ্ছে।

বক্তারা আরও বলেন, পেকুয়ার চরে মানুষ প্রায় শত বছর ধরে বসবাস করছে এবং ১৯৯৯ সালেই এই সড়কটি প্রশস্ত করা হয়েছিল। বর্তমানে সড়ক উন্নয়ন বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় জনগণ। তারা বন বিভাগের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান এবং দ্রুত সড়ক উন্নয়ন কাজ পুনরায় শুরুর দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক, ইউপি সদস্য কামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, শিক্ষক নাছির উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আবুল কাশেম, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি সালাহ উদ্দিন, সমাজসেবক মুন্সি আশেক এলাহী মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিষয়ে এলজিইডির পেকুয়া উপজেলা প্রকৌশলী আসিফ মাহমুদ বলেন, সড়কটির সংস্কার কাজ শুরু হলেও উপকূলীয় বনবিভাগের চিঠির প্রেক্ষিতে কাজ বন্ধ রাখা হয়েছে এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপকূলীয় বনবিভাগের মগনামা বনবিট কর্মকর্তা আফছার উদ্দিন জানান, পেকুয়ার চরে প্রায় ১৩০ একর বন বিভাগের জমি রয়েছে, যার ওপর দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এলজিইডিকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages