রাইফা হত্যা তদন্তে ম্যাক্স হাসপাতালে বিএমডিসি’র কমিটি-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 24 July 2018

রাইফা হত্যা তদন্তে ম্যাক্স হাসপাতালে বিএমডিসি’র কমিটি-একুশে মিডিয়া

ছবি: সংগৃহীত
একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) চার সদস্যের কমিটি ম্যাক্স হাসপাতালে গেছে।
আজ মঙ্গলবার (২৪ জুলাই) সকালের দিকে তারা ওই হাসপাতালে যান। শিশু রাইফার মৃত্যুর ঘটনা তদন্তে তারা হাসপাতালটির চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন। এর পর ঘটনা খতিয়ে দেখে তারা রিপোর্ট দেবেন।
এ ছাড়া কমিটির সদস্যরা রাইফার মা-বাবা ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও কথা বলবেন বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএমডিসির কমিটি ম্যাক্স হাসপাতালে অবস্থান করছেন। তদন্ত শেষে তারা কমিটি সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।
গলাব্যথা নিয়ে গত ২৮ জুন বিকালে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়া দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার রুবেল খানের আড়াই বছর বয়সী শিশুকন্যা রাইফা পর দিন শুক্রবার রাতে মারা যায়।
অভিযোগ ওঠে- কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।
পরে ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদফতর থেকে একটি কমিটি করে দেয়া হয়। পাশাপাশি চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিও এ ঘটনার তদন্ত করে।
শিশু রাইফার মৃত্যুতে চিকিৎসকের অবহেলার অভিযোগের সত্যতা পাওয়ায় ৭ জুলাই ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্রদেবকে চাকরিচ্যুত করা হয়।
এ ছাড়া সরেজমিন পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদফতরের পরিদর্শন দল ম্যাক্স হাসপাতালের ১১টি অনিয়ম চিহ্নিত করেছে।
গত ৮ জুলাই স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম শিশু রাইফার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএমডিসিকে নির্দেশ দেন।
এর পর রাইফার মৃত্যুর ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
এ ছাড়া ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় মামলা করেছেন শিশুটির বাবা সাংবাদিক রুবেল খান।
এতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী, শিশুবিশেষজ্ঞ ডা. বিধান রায় চৌধুরী, কর্তব্যরত ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্রদেবকে আসামি করা হয়। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages