![]() |
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪ তম জন্মদিন উপলক্ষে এতিম অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার ধারা মেঘ শিমূল এগ্রো ফিসারিজে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (ময়মনসিংহ-১) হালুয়াঘাট-ধোবাউড়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্ববায়ক আলহাজ্ব মোঃ সালমান ওমর রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ হাকিম খান, উপজেলা বিএনপি নেতা আঃ রহিম, আনোয়ার হোসেন মেম্বার, হিশাম বাক্কার, মতিউর রহমান, সুজারুল ইসলাম সুজা, নুরুল্লাহ, মিজানুর রহমান, শামিম, লেয়াকত হোসেন, দেলোয়ার মন্ডল, ছাত্রনেতা ফয়সাল, আল-আমিন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সালমান ওমর রুবেল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় জেলে বন্দী। আমাদের ইচ্ছে থাকলেও আমরা আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের জন্মদিন কেক কেটে,আনন্দ করে উদ্যাপন করতে পারছিনা। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা এতিম অসহায় শিশুদের জন্য শীতবস্ত্র বিতরণের মতো ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করেছি। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা তারিকুল ইসলাম চঞ্চল।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment