১শ টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 2 December 2018

১শ টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সবসময় চাই দেশটা এগিয়ে যাক। এজন্য আমরা ১০০টা শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। ১৯৯৬ সালে ক্ষমতায় এসেও আমরা কুমিল্লা, উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শিল্পাঞ্চল গড়ে তুলেছিলাম। বাংলাদেশে কৃষি জমির সীমাবদ্ধতা আছে। তবে কৃষির পাশাপাশি শিল্পায়নও করতে হবে। কারণ শিল্পায়ন ছাড়া একটি দেশের উন্নয়ন সম্ভব নয়।
রবিবার (২ ডিসেম্বর) সকালে জাতীয় রফতানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও স্বাধীনতার পরপরই বিসিক শিল্পনগরী গড়ে তুলেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিল্পাঞ্চল গড়ে তোলার পাশাপাশি বিদেশী বিনিয়োগের ব্যবস্থা রাখতে হবে। ব্যবসা বাড়াতে পণ্য পরিবহনের সুযোগ করে দিতে হবে। রেল ও নদীপথে পণ্য পরিবহন বেশি লাভজনক। আমরা নদীগুলো ড্রেজিং করে নদীপথ সচল করেছি, সামনে আরও করবো। বিদেশি বিনিয়োগ যাতে আসে সে জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। শুধু উৎপাদন নয়, সঞ্চালনের ব্যবস্থাও করে দিয়েছি।


একুশে মিডিয়া/আরএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages