শাহ আমানতে বিমানের টয়লেট থেকে ১২ কোটি টাকার স্বর্ণ!। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 8 April 2019

শাহ আমানতে বিমানের টয়লেট থেকে ১২ কোটি টাকার স্বর্ণ!। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের (BG 128) টয়লেট থেকে ১২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা।-----------------------------------------------------------------------
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ সহিদুল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

-----------------------------------------------------------------------
আজ সোমবার (৮ এপ্রিল) সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এসব স্বর্ণ উদ্ধার করেন। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটিতে সোনা উদ্ধারে অভিযান চালনো হয়। পরে বিমানের টয়লেটে দুইশটি স্বর্ণবার (২৩.৪০০ কেজি) পাওয়া যায়।-----------------------------------------------------------------------
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে গোপন সংবাদ আসে ৮ এপ্রিল বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর BG-128 এর মাধ্যমে স্বর্ণ চোরাচালান করা হবে।

-----------------------------------------------------------------------
গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা সোমবার (৮ এপ্রিল) সকালে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে কৌশলগত অবস্থান নেন। সকাল ৬টা ৫ মিনিটে বিমান অবতরনের সাথে সাথে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিমান ঘিরে ফেলে রামেজিং শুরু করেন। প্রথমে শুল্ক গোয়েন্দারা বিমানের বিভিন্ন স্থানে তল্লাশি করতে শুরু করেন।

-----------------------------------------------------------------------
রামেজিং এর একপর্যায়ে বিমানের টয়লেট নম্বর LAVATORY 3F-1L হতে ১০০টি এবং টয়লেট নম্বর LAVATORY 3F-1R হতে ১০০ টি, মোট দুইশটি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার ওজন ২৩.৪০০কেজি এবং বাজার মুল্য আনুমানিক ১২ কোটি টাকা।-----------------------------------------------------------------------
শুল্ক গোয়েন্দা জানায়, টয়লেটের বক্সের মধ্যে স্ক্রু দিয়ে আটককৃত স্বর্ণবারগুল লুকায়িত ছিল।-----------------------------------------------------------------------
এতে বিশ্বাস করার মতো যুক্তি সংগত কারণ রয়েছে যে সংশ্লিষ্ট ক্যারিয়ার বিমানের কোনও না কোনও কর্মীদের বা কর্মচারীর যোগসাজশ ছাড়া এধরণের চোরা চালান সম্ভব নয়।-----------------------------------------------------------------------
বিমানের সুইপারসহ সন্দেহভাজন একাধিক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা গেছে।-----------------------------------------------------------------------




একুশে মিডিয়া/এমএ-----------------------------------------------------------------------

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages