ঘরে ফেরা। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 26 May 2019

ঘরে ফেরা। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক-জাহিরুল ইসলাম মিলন:

চিরদিন কেউ রবেনা বেঁচে
যেতে হবে ধরনী ছেড়ে,
আমাদের আসল ঠিকানায়
যা রয়েছে ঐ পরপারে।

মায়ের গর্ভে জন্ম নিয়ে
পৃথিবীর বুকে করেছি কত খেলা,
সকল খেলা হারাবে দিগন্তে
বিদায়ের ক্ষনে থাকবেনা আর বেলা।

যত হাসি-খুশি যত রঙিন স্বপ্ন
সেদিন যাবে সবাই ভুলে,
একটুও সময় দেবেনা কর্তা
নেবেন মোদের তুলে।

চারিদিকে কান্নার রোল পড়বে
সেদিন তোমার বাড়িতে,
দলে দলে কত লোকজন
আসবে তোমায় দেখতে।

কেউ দুঃখে খাইবে আছাড়
কেউ রবে বোবা কান্নায়,
প্রিয়মুখ দেখিতে কেউ
পাথর হয়ে দাড়াবে জানালায়।

নতুন করে সাজিয়ে তোমায়
চড়াবে খাটলা নামক পালকিতে,
কন্ঠ তোমার রহিবে স্তব্ধ
পারবেনা কিছু বলিতে।

পারবেনা কোন কথা বলিতে
সেদিন তুমি কারো সনে,
কিছুদিন পর তোমার স্মৃতি
থাকবেনা কারো মনে।

সেদিন থাকবেনা আর কোন বাহাদুরি
থাকবেনা কোন ক্ষমতা,
আস্তে আস্তে তোমার স্মৃতি
ভুলে যাবে সকল জনতা।

ধরনীর বুকে থাকতে তোমার
বন্ধু-বান্ধব ছিল অসংখ্য,
সেখানে তুমি থাকবে চিরদিন
লাগবে বড় নিঃসঙ্গ।

নশ্বর এই ভুবনে কেউ সুখে নেই
আসলে এখানে আসা সুখের জন্য নয়,
অনাবিল সুখ আছে সৃষ্টিকর্তার কাছে
প্রথমে তার মন করো জয়।

এসেছিলে যখন ধরনীতে তুমি
রেখেছিল সবাই ভালোবাসায় ঘিরে,
আর তোমাকে রাখবেনা সেদিন
আসতেই হবে ঘরে ফিরে।

ভালো কাজে আসবে সুখ
মন্দে থাকবেনা দুঃখের সীমানা,
পৃথিবীর কেউ আর থাকবেনা আপন
এটিই তোমার আসল ঠিকানা।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages