সংকট মোকাবেলায় ৫৩ কোটি টাকা ব্যয়ে ২০ লাখ পাসপোর্ট কিনছে: সরকার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 12 December 2019

সংকট মোকাবেলায় ৫৩ কোটি টাকা ব্যয়ে ২০ লাখ পাসপোর্ট কিনছে: সরকার


একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
সংকট মোকাবেলায় ২০ লাখ পাসপোর্ট কিনছে সরকার। এতে ব্যয় হবে ৫৩ কোটি টাকা। বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এটিসহ মোট পাঁচটি প্রস্তাব অনুমোদন হয়েছে। এতে ব্যয় ধরা হয় ৩ হাজার ৬৯৮ কোটি টাকা।=
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।=
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বর্তমান পাসপোর্ট চাহিদা ও সরবরাহের মধ্যে একটি বড় ব্যবধান তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসগুলো থেকে পাসপোর্টের চাহিদা আসছে। সংকট মোকাবেলায় ২০ লাখ পাসপোর্ট কেনা হচ্ছে। ই-পাসপোর্ট চালু না হওয়া মেশিন রিডেবল পাসপোর্ট ব্যবহার করা হবে। সারা বিশ্বে এর গ্রহণযোগ্যতা আছে। আইডি গ্লোবাল সলিউশন লিমিটেডের কাছ থেকে এসব বই ক্রয় করা হবে।=
অর্থমন্ত্রী আরও বলেন, খুব অল্প সময়ের মধ্যে ই-পাসপোর্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেশিন রিডেবল পাসপোর্টের পাশাপাশি ই-পাসপোর্টের দিকে যাওয়া হবে।=
সংবাদ ব্রিফিংয়ে আরও বলা হয়, নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ বিনিয়োগকারীদের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চলের ভৌত অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৮১ কোটি টাকার কাজের ক্রয় চুক্তির অনুমোদন দেয়া হয়েছে। এ অর্থ দিয়ে ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর, সংযোগ সড়ক, রিটেশন পুকুর, খাল ও পাম্পিং স্টেশন নির্মাণ করা হবে। এ প্রকল্পের মোট ব্যয় হচ্ছে ২ হাজার ৫৮২ কোটি টাকা। প্রাথমিকভাবে ৫০০ একর জমির ওপর এ উন্নয়ন কাজ করা হবে। কাজটি বাস্তবায়ন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।=
এদিকে আশুগঞ্জ নদীবন্দর-সরাইল ধলখার আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে চারলেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের আওতায় গণপূর্তের কাজের জন্য ৫৭২ কোটি টাকার একটি চুক্তির অনুমোদন দেয়া হয়েছে। এটির অর্থায়ন হবে যৌথভাবে বাংলাদেশ ও ভারতের এক্সিম ব্যাংকের মাধ্যমে। এ কাজ বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদফতর। একই প্রকল্পের পৃথক আরও একটি গণপূর্ত কাজে ব্যয় ধরা হয় ১ হাজার ৮৭৪ কোটি টাকার। এটিও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন দেয়া হয়।=
এছাড়া আশুগঞ্জ নদীবন্দর-সরাইল ধলখার আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে চারলেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের পরামর্শক সেবার জন্য ১১৮ কোটি টাকা ব্যয়ের একটি চুক্তি অনুমোদন দেয়া হয়।=



একুশে মিডিয়া/এমএসএ=

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages