![]()  | 
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:>>>
কৃষকলীগ
 নেতা হত্যা মামলার আসামি নড়াইলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল
 হাসান রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল রায় নড়াইল থেকে 
জানান, সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে নড়াইলের   লক্ষ্মীপাশা বটতলা 
চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাশেদ
লোহাগড়ার খলিশাখালী গ্রামের গোলাম রসুলের ছেলে। লোহাগড়া
 থানার ওসি (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, ২০১৬ সালের ১৬ আগস্ট 
লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামের নূর ইসলাম মৃধাকে (৫০) কুপিয়ে হত্যা করেছে 
প্রতিপক্ষরা। ছাত্রলীগ নেতা রাশেদ এ হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে 
গ্রেফতারি পরোয়ানা ছিল।
স্থানীয়রা
 জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়ার পারমল্লিকপুর 
গ্রামে ঠাকুর এবং মৃধা বংশের লোকজনের মধ্যে বিরোধের জেরে মল্লিকপুর ইউনিয়ন 
কৃষকলীগের তৎকালীন সাধারণ সম্পাদক নূর ইসলাম মৃধাকে কুপিয়ে হত্যা করে 
প্রতিপক্ষরা। ২০১৬ সালের ১৬ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে পারমল্লিকপুর 
গ্রামে নূর ইসলামের বাড়িতে অর্তকিত হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।
এ
 ঘটনায় নূর ইসলামের দুই মেয়ে শাহিনা (২২) ও লিমা (২০), ভাতিজা ইকবাল মৃধা 
(৩৪), প্রতিবেশি জামিলা, শাহীন, পান্নু, সানোয়ার, লিয়াকত, জলিল, সুজনসহ ১০ 
জনকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করা হয়।
পরিস্থিতি
 নিয়ন্ত্রণে পুলিশ ওই সময় ১০ রাউন্ড সটগানের গুলি ছোঁড়ে এবং চারজনকে আটক 
করে। এ হত্যাকান্ডের তিনদিন পর ১৯ আগস্ট লোহাগড়া থানায় মামলা হয়।
একুশে মিডিয়া/এমএসএ 




No comments:
Post a Comment