হোম কোয়ারেন্টাইন তদারকিতে দোহারে আগত প্রবাসীদের ঘরে ঘরে প্রশাসন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 19 March 2020

হোম কোয়ারেন্টাইন তদারকিতে দোহারে আগত প্রবাসীদের ঘরে ঘরে প্রশাসন


মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
বিদেশ থেকে ঢাকা দোহারে ফেরা ব্যক্তিরা হোম কোয়ারেন্টাইন মানছেন কিনা তা তদারকিতে মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা, থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। প্রতিদিন বিভিন্ন এলাকা ঘুরে বাড়ি বাড়ি গিয়ে তদারকি করছেন তাঁরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোহার গ্রাম সহ কয়েকটি গ্রামে যান উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন সহ পুলিশের সদস্যরা।
দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, দোহার উপজেলায় মোট ৫৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ১৪ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। এখন আছেন ৪২ জন। এরা হোম কোয়ারেন্টাই পালন করছেন কিনা সেটাও আমরা খোঁজ রাখার চেষ্টা করছি।
দোহার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা নির্দেশনা পালন করছেন কিনা তা দেখতে পুলিশ মাঠে কাজ করছে। কেউ নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আক্তার রিবা বলেন, এ মূহুর্তে বিদেশ থেকে দেশে ফিরলে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। আমরা বিষয়টি নিয়ে শক্ত হাতে কাজ করছি। কেউ নির্দেশনা না মানলে প্রশাসনকে অবহিত করুন।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages