চৌদ্দগ্রামে নিজ গ্রামের অসহায় দুস্থ পরিবারের পাশে চবি সহযোগী অধ্যাপক রেজাউল করিম - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 9 May 2020

চৌদ্দগ্রামে নিজ গ্রামের অসহায় দুস্থ পরিবারের পাশে চবি সহযোগী অধ্যাপক রেজাউল করিম

এম এ হাসান, কুমিল্লা:

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের অসহায় দুস্থ খেটে-খাওয়া ১৫০ পরিবারের পাশে এসে দাঁড়ালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম
তিনি সাম্প্রতিক করোনা মহামারী তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলাকা জুড়ে প্রশংসার সারা জাগানো মানবিক সহায়তা সংগঠন"এসো মানুষের জন্য কিছু করি" নামক মানবিক সহায়তা সংগঠন এর প্রতিষ্ঠাতা।
বর্তমানে করোনা মহামারি তে সরকারের নির্দেশনা মেনে নিয়ে তিনি চট্টগ্রামে অবস্থান করেও সাম্প্রতিক সময়ে করোনা দূর্যোগ মূহুর্তে নিজের এলাকার প্রতিবেশী অসহায় দুস্থ খেটে-খাওয়া পরিবারের সমস্যার কথা মাথায় নিয়ে স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ ও বাড়ীতে থাকা পরিবারের সদস্যদের মাধ্যমে ব্যক্তিগত অর্থায়নে ১৫০ অসহায় দুস্থ খেটে-খাওয়া কর্মহীন পরিবারের  মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন।
সরেজমিনে দেখা যায় যে ৯ ই মে শনিবার সকালে ইউনিয়নের আবদুল্লাহ পুর গ্রামে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।অধ্যাপক রেজাউল করিম এর পূর্ব নির্দেশনা অনুযায়ী পরিবারের পক্ষ থেকে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ এর শুভ উদ্ভোদন করেন   উনার বড় ভাই কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ।
এসময় উক্ত খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ, কালিকাপুর ইউনিয়ন যুবলীগ নেতা তামজিদ মজুমদার সহ আব্দুল্লাহপুর গ্রামের বিভিন্ন পর্যায়ের সামজিক ব্যক্তিবর্গ।এলাকায় অবস্থান না থেকে অধ্যাপক রেজাউল করিম এর দেওয়া ত্রাণ সামগ্রী পেয়ে এসময়ে অনকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন।জানা যায় যে, ইউনিয়নের আবদুল্লাহ পুর গ্রামের মরহুম ইঞ্জিনিয়ার আলহাজ্ব মমতাজুল করিমের সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিম ব্যক্তিগত জীবনে তিনি একাধিক সামাজিক সংগঠন এর সাথে সম্পৃক্ত থেকে আর্তমানবতার সেবায় মানবিক কর্মকাণ্ডের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিশেষ করে 'এসো মানুষের জন্য কিছু করি' নামক স্লোগান কে সামনে রেখে  সাম্প্রতিক দূর্যোগের মূহুর্তে লকডাউনে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে মানবিক সহায়তা প্রদানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এই বিষয়ে আমাদের প্রতিনিধির সাথে মুঠোফোনে আলাপকালে মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করা সহযোগী অধ্যাপক রেজাউল করিম বলেন,করোনা মহামারী এসেছে মানবতার পরীক্ষায়,এসময় শুধু সরকারের সহায়তার দিকে না তাকিয়ে সকলেই নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে এসে দাঁড়ানো উচিত।আসলে আমি ইতিপূর্বে 'এসো মানুষের জন্য কিছু করি' নামক স্লোগান কে সামনে রেখে আমাদের মানবিক সহায়তা সংগঠন এর মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের আর্থিক ভাবে অনুদান দিয়ে মুখে হাসি  ফুটেয়েছি।
অনুরূপ মুহুর্তে আমার নিজ গ্রামের অসহায় মানুষের চলমান দূর্যোগের কথা মাথায় রেখে নিজ সামর্থ্য অনুযায়ী পাশে এসে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages