দোহারে এফ রহমানের আহবানে মেহবুব কবিরের ঈদ উপহার সামগ্রী বিতরণ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 17 May 2020

দোহারে এফ রহমানের আহবানে মেহবুব কবিরের ঈদ উপহার সামগ্রী বিতরণ

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানে আহবানে অনুপ্রানিত হয়ে ঢাকার দোহার উপজেলার নারিশা,মুকসুদপুর,বিলাশপুর,সুতা
রপাড়া,মাহমুদপুর ও নয়াবাড়ি ইউনিয়নের প্রায় পাচঁ হাজার কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরন করেন নারিশা চৈতাবাতর এলাকার, শিল্পপতি ইঞ্জিনিয়ার মেহবুব কবির।গত বুধবার থেকে রবিবার পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় পাঁচ হাজার কর্মহীন, হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। 
জানা যায়,করোনা ভাইরাস বিপর্যয়ের ফলে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় স্থানীয়দের মাঝে সাংসদ সালমান এফ রহমানের ব্যাক্তিগত সহযোগীতায় ফজলুর রহমান ফাউন্ডেশনের নামে ব্যাপক খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম চলছে।এর ধারাবাহিকতায় সাংসদ সালমান এফ রহমান তার নির্বাচনী এলাকায় জনসাধারনের কষ্ট লাঘবের উদ্দেশ্য স্থানীয় সম্পদশালীদের প্রতি আহবান জানান অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।
এর ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার মেহবুব কবির তার নিজস্ব অর্থায়নে উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় পাঁচ হাজার কর্মহীন, হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন ।
এছাড়াও দোহার প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে পিপিই প্রদান করেন।ঈদ উপহার সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি সয়াবিন তেল ও একটি করে সাবান দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের সহধর্মিনী ডা.সিফাত ফারহানা নাহিদ,৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান,আমজাদ হোসেন আজাদ,তোফাজ্জল হোসেন,এম এ হান্নান,সালাউদ্দিন দরানী,মো.আলাউদ্
দিন মোল্লা,মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ,মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা,ড্যাফোডিলস উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল মো.এরশাদ প্রমূখ।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages