সাতকানিয়া ও লোহাগাড়া’র করোনা নমুনা পরীক্ষা কক্সবাজারে করতে উদ্যোগ: বিপ্লব বড়ুয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 2 May 2020

সাতকানিয়া ও লোহাগাড়া’র করোনা নমুনা পরীক্ষা কক্সবাজারে করতে উদ্যোগ: বিপ্লব বড়ুয়া

মোহাম্মদ ইলিয়াছ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

নমুনাজটের কারণে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনষ্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) ও ভেটেনারী বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাসের পরীক্ষাকেন্দ্র দুটিতে নমুনা গ্রহণের ৬/৭ দিন পরে মিলছে রিপোর্ট।
নমুনাজট এড়াতে চট্টগ্রামের  করোনা হটস্পট হিসেবে চিহ্নিত সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট দ্রুততম সময়ে পাওয়ার জন্য কক্সবাজারে পরীক্ষা করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও করোনা বিষয়ক সমন্বয় সেলের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ডা. আ.ম.ম. মিনহাজুর রহমান।
  জানা যায়, করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয়ে সাতকানিয়া-লোহাগাড়ার নমুনা সংগ্রহ কমে  আসে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নজরে এনে সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার নমুনা কক্সবাজারে স্থাপিত পরীক্ষাকেন্দ্রে করার অনুরোধ করেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এ প্রেক্ষিতে মহাপরিচালক সম্মতি জ্ঞাপন করে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ ব্যাপারে ডা. মিনহাজুর রহমান একুশে মিডিয়াকে জানান, তিনি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে কথা বলেছেন। অধ্যক্ষ আগামী পাঁচ তারিখ থেকে সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার করোনা ভাইরাসের নমুনাসমুহ কক্সবাজারে করার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন।
এদিকে সাতকানিয়া-লোহাগাড়ার করোনা ভাইরাসের নমুনাসমুহ দ্রæততম সময়ে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ  করায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দুই উপজেলার জনগণ।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages