গাইবান্ধার পলাশবাড়ীতে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 17 July 2020

গাইবান্ধার পলাশবাড়ীতে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন

একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
"মজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন"এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে পলাশবাড়ীতে বৃক্ষের চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ (১৬ জুলাই) বৃহস্পতিবার দুপুরে
উপজেলা পরিষদ চত্ত্বরে পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে একটি ফলজ,একটি বনজ ও একটি ঔষধি চারা রোপন করা হয়।
পরে পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বর হতে পলাশবাড়ী পৌরসহ উপজেলার ৮টি ইউনিয়নের চেয়াম্যানদের মাঝে বিনামূল্যে বৃক্ষ চারা বিতরণ করা হয়।এছাড়াও কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়ায় বিভিন্ন সড়কে ও জনগণের মাঝে বিনামুল্যে বনজ,ফলজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
 
 
  
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages