অগ্নিকান্ডের রহস্য উদ্ঘাটনে দুটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে’ শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 20 February 2021

অগ্নিকান্ডের রহস্য উদ্ঘাটনে দুটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে’ শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন

আল-আমিন মুন্সী:

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, দেশের অন্যতম বৃহৎ ঘোড়াশাল সার কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তদন্তে পর অগ্নিকান্ডের প্রকৃত ঘটনা জানা যাবে। কিছু দিনের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সারকারখানার ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। শনিবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত ঘোড়াশাল সারকারখানা পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। সারকারখানা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়রুল আশরাফ খান দিলিপ, ইউএনও রুমানা ইয়াসমিন ও ঘোড়াশাল পলাশ সার কারখানা প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিক সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এর আগে গত শুক্রবার দুপুর ১২টার দিকে ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় নির্মানাধীণ ফ্যক্টরির ভবনের পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে পলাশের ২টি এবং নরসিংদী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে  প্রায় ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকাল ৫ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। আগুনে পাইলিং কাজে ব্যাবর্হত প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে যায় বলে জানান নির্মাণ কাজের সুপার ভাইজার বাবু মিয়া।

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages