মহান মে দিবস উপলক্ষে বাঁশখালীতে সিএনজি শ্রমিক ইউনিয়নের র‌্যালী ও আলোচনা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 2 May 2023

মহান মে দিবস উপলক্ষে বাঁশখালীতে সিএনজি শ্রমিক ইউনিয়নের র‌্যালী ও আলোচনা

স্টাফ রিপোর্টার:

ই-একুশে মিডিয়া

'শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি' স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে বাঁশখালী অটোরিকশা (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত।

সোমবার পহেলা মে বিকালে বাঁশখালী অটোরিকশা (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আমির আহমদের সভাপতিত্বে প্রধান কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি ও অত্র সংগঠানের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত

বিশেষ অতিথি ছিলেন রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক  মোহাম্মদ সোলাইমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক  ইফতেখার  কামাল খাঁন, বায়েজিদ শাখা কমিটির সভাপতি মো. রাশেদুল ইসলাম, হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হানিফ।

বাঁশখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ছৈয়দুল আলমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র শ্রমিক ইউনিয়নের নির্বাচন সাব কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দীন,  সহ-সভাপতি মাহামুদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও সাধারণ সদস্য মাহমুদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ মনছুর, সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, ক্রীড়া সম্পাদক আবু ছালেক, দপ্তর সম্পাদক মোহাম্মদ আবছার, সদস্য মোহাম্মদ সাগর শ্রমিক নেতা মো. আনছার, জাহাঙ্গীর আলম, মো. আলমগীর সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ

মে দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের এই মহান মে দিবস হচ্ছে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমের মর্যাদা ছাড়া গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমাদের আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages