কোনো অপশন না থাকতো তাহলে আমি সনাতনধর্মে ফিরে যেতাম - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 22 June 2018

কোনো অপশন না থাকতো তাহলে আমি সনাতনধর্মে ফিরে যেতাম


একুশে মিডিয়া ডটকম :
ছেলের জন্য সারা- ‘আমি একজন সনাতন ধর্মের মেয়ে ছিলাম। কিন্তু শাকিব খানকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন এই ডিভোর্সের পর আমার যদি আর কোনো অপশন না থাকতো তাহলে হয়তো আমি আবার সনাতনধর্মে ফিরে যেতাম। কিন্তু আমার এখন একটি বেবি আছে। এখন সেই আমার সবচেয়ে বড় অপশন। তাই আমি আমার বেবির জন্য আমি ইসলাম ধর্মই পালন করবো।’
নিজের সাম্প্রতিক অবস্থা নিয়ে এমনটাই জানালেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি ‘সেলিব্রেটি ক্যাফে’ নামের একটি অনুষ্ঠানে একথা জানান অপু। শারিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নায়ক রিয়াজ।
অপু বিশ্বাস বলেন, ‘আমি এখন নিজেকে গুছিয়ে নিচ্ছি। আবার অভিনয়ে নিয়মিত হবো। আর পেছনের দিকে তাকাতে চাই না। এবার সামনে যেতে হবে। বর্তমানে ‘শ্বশুড়বাড়ি জিন্দাবাদ টু’ ও ‘শর্টকাট’ নামের দুটি সিনেমায় অভিনয় করছি। হাতে আরো বেশ কয়েকটি কাজ আছে।’
জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, ‘আমি যখন কলকাতায় শুটিং করছিলাম, তখন শুনেছি শাকিবও সেখানে আছে। ছবির শুটিং করছে। এটুকুই। ওর সঙ্গে দেখা হয়নি। কোনো যোগাযোগও হয়নি। তবে জয় তখন ঢাকায় আমার মায়ের কাছে ছিল। কলকাতায় আমরা যখন শুটিং করেছি, তখন খুব গরম ছিল। জয় তখন ওখানে থাকলে অসুস্থ হওয়ার আশঙ্কা ছিল।’
ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পাঙ্কু জামাই’ ছবি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘শেষ মুহূর্তে এসে ছবিটি খুব বেশি হলে মুক্তি দিতে পারেননি প্রযোজক। ঈদের আগে কলকাতায় ‘শর্টকাট’ ছবির শুটিং নিয়ে আমি ব্যস্ত ছিলাম। তাই ‘পাঙ্কু জামাই’ ছবির প্রচারণারও অংশ নিতে পারিনি। তবে যতটা শুনেছি, এই ঈদে মুক্তি পাওয়া পাঁচটি ছবির মধ্যে ‘পোড়ামন ২’ ছবিটি নাকি ভালো যাচ্ছে। সিয়াম ও পূজা, দুজনই চলচ্চিত্রে নবাগত। তাঁদের ছবি ভালো যাচ্ছে, শুনে খুশি হয়েছি। সিয়াম ও পূজার জন্য শুভকামনা।’
এর আগে সম্প্রতি ভারতীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে শাকিব খানকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে অপু বলেন, ‘মিস করি কিনা জানি না, তবে একটা কথা বলতে পারি- আমার কাছে সন্তান আছে। আর সে কিন্তু একা। জীবন যখন আছে, তখন জীবনে নানারকম অভিজ্ঞতা তো থাকবেই। ভাল-খারাপ, সব নিয়েই একটা মানুষের জীবন। তাই থেমে থাকলে চলবে না।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages