ফাইল ফটো
একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় স্বামী নিহত ও স্ত্রী আহত হয়েছেন। নিহত স্বামী মুক্তার খা (৬০) এবং আহত স্ত্রী নিহারুন নেছার (৫০) গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার পল্লীকান্দা গ্রামে। চিকিৎসার জন্য তারা ঢাকার মহাখালীতে এসেছিলেন।
জানা গেছে, স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকার মহাখালীতে অবস্থিত ক্যান্সার হাসপাতালে গতকাল বৃহস্পতিবার আসেন স্বামী মুক্তার খা। সেখানে চেকআপের পর আজ ফের ডাক্তার দেখানোর জন্য তাদের আসতে বলা হয়। গতকাল তারা কেরানীগঞ্জে এক নিকটাত্মীয়র বাসায় যান এবং সেখান থেকে আজ তারা মহাখালীতে আসেন।
আহত নিহারুন জানান, জাহাঙ্গীর গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে যান।
তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে নিহারুনের স্বামী মুক্তারকে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মুক্তারের লাশ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। আহত অবস্থায় নিহারুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment