ছবি: সংগৃহীত
একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
গত আড়াই বছর ধরে একাধিক প্রশিক্ষণ শিবিরে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠল কোচের বিরুদ্ধে। করেছেন কোচ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হলেন- এক কিশোরী ভলিবল খেলোয়াড়।
ভারতের হরিয়ানার রিওয়ারি গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ওই কিশোরী তার কোচের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর পরই পুলিশে কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওই কিশোরী তার অভিযোগ পত্রে জানায়, তার কোচ তাকে গুরুগ্রাম, রোহতক সহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেছে।
অভিযুক্ত কোচ গৌরব দেশওয়ালকে এখনো গ্রেফতার করা না হলেও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে তার নামে৷ এ ঘটনায় হরিয়ানা পুলিশ জানিয়েছে,, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, খুব শ্রীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করা হবে।
গত বছর নরেশ দাহিয়া নামক এক কুস্তিগীড় শাহবাদ ডেয়ারি এলাকা থেকে দিল্লি পুলিশ গ্রেফতার করে, যাণর বিরুদ্ধে জাতীয় স্তরের এক জুনিয়র কবাডি খেলোয়াড় যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন৷
২০১৬ সালে জাতীয় স্তরের এক শুটার তার কোচের বিরুদ্ধে নরম পানীয়য় মাদক মিশিয়ে তাকে ধর্ষণের অভিযোগ করেন৷ সংশ্লিষ্ট কোচ নিজেও একজন অলিম্পিয়ান শুটার। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment