তামিমদের ব্যাটিং পরামর্শক ম্যাকেঞ্জি-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 20 July 2018

তামিমদের ব্যাটিং পরামর্শক ম্যাকেঞ্জি-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
অবশেষে ব্যাটিং পরামর্শক পেল সাকিব-তামিমরা। মাঝে এক বছরেরও বেশি সময় কেটে গেছে ব্যাটিং কোচ ছাড়া। 
এর মধ্যে বেশ কয়েকটা সিরিজও খেলেছে বাংলাদেশ দল। তবে স্পষ্ট ফুটে উঠেছে ব্যাটিংয়ে দুর্বলতার ছাপ।
চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরেও দুই টেস্ট সিরিজের দুই ম্যাচেই বাজে ভাবে হার বাংলাদেশের।
গত বছরের জুলাইতে লঙ্কান সাবেক ব্যাটসম্যান থিলান সামারাবিরার সঙ্গে চুক্তি মেয়াদ শেষ হবার পর অনেক চেষ্টা করলেও আর ভেড়ানো যায়নি নতুন কাউকে।
তবে দক্ষিণ আফ্রিকান সাবেক ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জিকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার ব্যাপারে গুঞ্জন শোনা গেলেও অবশেষে সেটাই সত্যি হল।
ব্যাটিং কোচ ছাড়াও কোচিং স্টাফে ছিলোনা প্রধান কোচ আর ফিল্ডিং কোচ। ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্টের আগেই যোগ দিয়েছিল হেড কোচ স্টিভ রোডস। দ্বিতীয় টেস্ট চলাকালীন যোগ দিয়েছেন ফিল্ডিং কোচ রায়ান কুক।
আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয় ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যানকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 
চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ থেকেই দলের সাথে যোগ দিবেন ম্যাকেঞ্জি।
প্রোটিয়াদের হয়ে নেইল ম্যাকেঞ্জি খেলেছেন ৫৮ টেস্ট। ৩৭.৩৯ গড়ে রান ছিল ৩২৫৩। ওয়ানডেতে ৬৪ ম্যাচে ৩৭.৫১ গড়ে যার রান আছে ১৬৮৮।  আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের হয়ে খেলেছেন দুই ম্যাচ। এছাড়া ঘরোয়া লিগের ক্রিকেটে যার রয়েছে সমৃদ্ধ ক্যারিয়ার।
৪২ বছর বয়সী এই সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান কাজ করেছিলেন দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং কোচ হিসেবেও। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages