ন্যাপের সভাপতি মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিলেন: প্রধানমন্ত্রী-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 27 July 2018

ন্যাপের সভাপতি মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিলেন: প্রধানমন্ত্রী-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রাজধানীর বারিধারায় অ্যাপোলো হাসপাতালে অধ্যাপক মোজাফফরকে দেখতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।
সেখানে তিনি কিছু সময় অপেক্ষা করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় মোজাফফর আহমদের মেয়ে আইভী ও ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন বলে জানান।
এসময় হাসপাতালে মোজাফফর আহমদের চিকিৎসার বিল পরিশোধ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
মোজাফফর আহমদ ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।
শিক্ষা জীবনের কৃতি শিক্ষার্থী কর্মজীবনে শিক্ষকতা পেশায় যোগ দিয়েছিলেন। ঢাকা কলেজ ও তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়িয়েছেন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপনা ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। বায়ান্নর ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে নিজ জেলা কুমিল্লার দেবিদ্বার আসনে মুসলিম লীগের শিক্ষামন্ত্রীকে পরাজিত করে তাক লাগিয়ে দেন।
প্রসঙ্গত, উপমহাদেশে বাম রাজনীতির অন্যতম পুরোধাব্যক্তিত্ব অধ্যাপক মোজাফফর আহমদ গত ২১ জুলাই থেকে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন অধ্যাপক মোজাফফর আহমদ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages