সেই হতদরিদ্র ছেলেটিই আজকের ‘রোমেলু লুকাকু’!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 9 July 2018

সেই হতদরিদ্র ছেলেটিই আজকের ‘রোমেলু লুকাকু’!-একুশে মিডিয়া

ছবি: সংগৃহীত
একুশে মিডিয়া ডেস্ক:
ঘুরে দাঁড়ানোর লড়াইটা সহজ ছিল না। বলছিলাম পানি মেশানো দুধ আর স্থানীয় বেকারি থেকে ধার করে নিয়ে আসা পাউরুটি খেয়ে ফুটবলার জীবন শুরু করা রোমেলু লুকাকুর কথা। রোমেলো লুকাকুর হয়ে ওঠার পেছনের গল্পটা বড়ই করুণ। কষ্টের সেই দিনগুলোর কথা এখনও ভুলতে পারেননি বেলজিয়ামের এই ফরওয়ার্ড।
ফুটবল তাকে অনেক কিছু দিয়েছে। দিয়েছে অঢেল অর্থ এবং তারকা খ্যাতি। কিন্তু তারপরেও নিজের অতিতকে ভুলতে পারেননি তিনি। যেভাবে লুকাকু সব বাধা টপকে বিশ্ব ফুটবলে নিজের জায়গা করে নিয়েছেন, ঠিক সেই রকম লড়াই করেই রাশিয়া থেকে বিশ্বকাপ নিয়ে বেলজিয়াম ফিরতে চান বেলজিয়ামের এই খেলোয়াড়।
নিজের দারিদ্রতার সাথে লড়াই করা সেই পুরানো দিন গুলোর কথা মনে করে লুকাকু বলেন, ‘আমি জানতাম, কষ্ট করে আমাদের সংসার চলে। কিন্তু যখন প্রথম জানতে পারলাম, মা দুধে পানি মিশিয়ে আমাদের দিচ্ছে তখন বুঝতে পারলাম দারিদ্র ঠিক কতটা আমাদের গ্রাস করেছে। আমি সেদিন একটা কথাও বলিনি। মাকে কিছু জি়জ্ঞেসও করে ওর কষ্ট বাড়ায়নি। কিন্তু সেদিনই আমি প্রতিজ্ঞা করি, জীবনে এমন কিছু করে দেখাব যাতে এই কষ্ট আর কখনও আমাকে আর আমার পরিবারকে পেতে না হয়। মা আর ভাইয়ের সঙ্গে অন্ধকারে বসে প্রার্থনা করতাম। আর ভাবতাম একদিন এই অবস্থার পরিবর্তন হবেই।’
ছেলেবেলার দারিদ্রের সঙ্গে লড়াইয়ের ফলেই হয়তো মানসিক ভাবেও অনেক শক্তিশালী হয়ে উঠেছেন লুকাকু। যে কোনও পরিস্থিতিতে লড়াই করতে শিখেছেন তিনি। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages