![]() |
একুশে মিডিয়া ডেস্ক:
স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের গলা পঁচা লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২২ দিন পর সোমবার (৯ জুলাই) রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ। আমলপাড়া এলাকার ঠান্ডু মিয়ার ৪ তলা ভবনের সেপটিক ট্যাংক থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
গত ১৮ জুন থেকে নিখোঁজ ছিল প্রবীর ঘোষ। তিনি ঘোষ কালীরবাজার ভোলানাথ জুয়েলার্সের মালিক ছিলেন। প্রবীরের সন্ধান চেয়ে ২০ দিন ধরে বিভিন্ন সময়ে ব্যবসায়ী, নিহতের স্বজন, বিভিন্ন সংগঠন ও পরিবারের লোকজন মানববন্ধন ও সমাবেশ করে আসছিল।
প্রবীরের নিখোঁজের ঘটনায় তার বাবা ভোলানাথ দাস বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডি করে। ওই জিডির তদন্ত পরে জেলা গোয়েন্দা পুলিশকে দেয়া হয়। ডিবি পুলিশ বিষয়টির তদন্ত করে পিন্টু ও বাবু নামের দুইজনকে আটক করে। তার মোবাইল ফোন ট্র্যাকিং ও ব্যাপক জিজ্ঞাসাবাদে পিন্টু স্বীকার করে প্রবীর ঘোষের বিষয়টি। পরে তার দেখানো মতেই সোমবার রাতে শহরের আমলপাড়া এলাকার ঠান্ডু মিয়ার ভবনের সেফটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। কয়েকটি ব্যাগে করে ট্যাংকিতে লাশ টুকরো টুকরো করে ফেলা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, জিডির তদন্তকারী কর্মকর্তা ডিবির এস আই মফিজুল ইসলাম।
প্রসঙ্গত, ১৮ জুন সকালে সোনারগাঁয়ের বারদী উদ্দেশ্যে যান স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ। পরে সন্ধ্যা ৭টার দিকে সে নিজ বাড়িতে ফিরে আসে। রাত ৮টা ৪০ মিনিটের দিকে তার মুঠোফোনে একটি কল আসলে সে বাড়ি থেকে বের যায়। এরপর নিখোঁজ হন তিনি। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment