এমন বিশ্বকাপ আগে দেখেনি কেউ!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 9 July 2018

এমন বিশ্বকাপ আগে দেখেনি কেউ!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপের ২১ তম আসরে লিখা হয়েছে নতুন এক ইতিহাস। এটিই প্রথম বিশ্বকাপ যেখানে সেমিফাইনালে নেই ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালির মতো দল। ফুটবলের পারশক্তি বলা হয় এই চারটি দলকে কিন্তু ৮৮ বছর পর রচিত হলো নতুন এক ইতিহাস। বিশ্বকাপের ২১তম আসর বাদ দিলে এরা আগে ২০ বারের আয়োজনে এই চার দল বিশ্বকাপ জিতেছে মোট ১৫ বার কিন্তু রাশিয়া এসে ভালো করতে পারেনি জার্মানির মতো দল। জার্মানি এবার প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে, আর্জেন্টিনা উঠেছিল দ্বিতীয় রাউন্ডে, ব্রাজিল বাদ পড়ল শেষ আটে এসে। আর ইতালি? তারা তো রাশিয়াতে পা রাখারই সুযোগ পায়নি।
ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি এই চারটিই দলই বিশ্বকাপে সফল দল হইসাবে নাম লিখিয়েছেন। ব্রাজিল বিশ্বকাপ ঘরে তুলেছে এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচ বার, জার্মানি ও ইতালি জিতেছে চার বার করে আর আর্জেন্টিনা দুইবার বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছে। হয়ে যাওয়া ২০ বিশ্বকাপের ১৫টিরই শিরোপাজয়ী তারা। কিন্তু এবার ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, বেলজিয়াম ও ফ্রান্সকে দিয়ে অন্য রকম ইতিহাস লিখছে রাশিয়া বিশ্বকাপ। জার্মানি সর্বাধিক ১৩ বার বিশ্বকাপের সেমিফাইনালে খেলে চারবার শিরোপা জিতেছে। ব্রাজিলের পাঁচ শিরোপা ১১ বার সেমিতে খেলেই। ইতালি ও আর্জেন্টিনা শেষ চারে পা রেখেছে যথাক্রমে ৮ ও ৫ বার করে।
এই চার দলকে নিয়ে আরও একটি মজার তথ্য দেওয়া যেতে পারে। এদের অন্তত দুই দল যেবার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে, সেবার বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরতে পারেনি অন্য কোনো দল। শিরোপা জিতেছে তাদেরই কেউ। বিশ্ব ফুটবলে এভাবেই আস্তে আস্তে আধিপত্যের হাতবদল হচ্ছে, ফুটবল মানেই এখন আর শুধু ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি আর জার্মানি নয়। এই অমোঘ সত্যিটাই যেন চোখের সামনে তুলে ধরছে এবারের বিশ্বকাপ!
বিশ্বকাপ সেমিফাইনাল:
১৯৩০ আর্জেন্টিনা
১৯৩৪ জার্মানি-ইতালি
১৯৩৮ ব্রাজিল-ইতালি
১৯৫০ ব্রাজিল
১৯৫৪ জার্মানি
১৯৫৮ ব্রাজিল-জার্মানি
১৯৬২ ব্রাজিল
১৯৬৬ জার্মানি
১৯৭০ ব্রাজিল-জার্মানি-ইতালি
১৯৭৪ ব্রাজিল-জার্মানি
১৯৭৮ ব্রাজিল-আর্জেন্টিনা-ইতালি
১৯৮২ জার্মানি-ইতালি
১৯৮৬ আর্জেন্টিনা-জর্মানি
১৯৯০ আর্জেন্টিনা-জার্মানি-ইতালি
১৯৯৪ ব্রাজিল-ইতালি
১৯৯৮ ব্রাজিল
২০০২ ব্রাজিল-জার্মানি
২০০৬ জার্মানি-ইতালি
২০১০ জার্মানি
২০১৪ ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানি
একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages