নাটোরে সাবেক প্রতিমন্ত্রীর উপর হামলা ও গুলি, আটক ২- একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 9 July 2018

নাটোরে সাবেক প্রতিমন্ত্রীর উপর হামলা ও গুলি, আটক ২- একুশে মিডিয়া


একুশে মিডিয়া:
নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের শিবদূর গ্রামে গণসংযোগ চালানোর সময় সাবেক যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ সোমবার ( ৯ জুলাই) সন্ধ্যা ৬টার কিছু পড়ে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, হামলার সময় দুর্বৃত্তরা গুলিও চালিয়েছেন। তবে নিহত হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি নাটোর শহরের কানাই খালি এলাকায় অবস্থিত আওয়ামী লীগের এই সিনিয়র নেতার বাসভবনে রাত নয়টার দিকে হামলা চালিয়েছিলো দুর্বৃত্তরা। ওই সময় সাবেক প্রতিমন্ত্রীর মেয়ে, জামাতা ও বাড়ির তত্ত্বাবধায়ককে মারধর করে বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গিয়েছিল তারা।
সেদিন রাতেই আহাদ আলী তার বাসায় ফিরে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন, পৌর যুবলীগের সদস্য সাব্বির হোসেনের নেতৃত্বে ওই হামলা ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।
পরে পুলিশ প্রতিমন্ত্রীর বাড়িতে পুলিশ পাহারার ব্যবস্থা করে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages