ভাইরাল বাংলার ক্রাশ ‘হলুদ বউদি’! ভিডিও সহ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 31 July 2018

ভাইরাল বাংলার ক্রাশ ‘হলুদ বউদি’! ভিডিও সহ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ভিডিও সহ রিপোর্ট:
বাঙালি ছেলেদের বউদি প্রীতি নিয়ে কোনো কথা হবে না। পাড়া মহল্লায় নতুন বউদি এলেই মন ছোঁক ছোঁক করে এক পলক দেখার জন্য। আর সেই বউদি যদি হয় সুন্দরী, তাহলে তো পাড়ার প্রায়ই ছেলেদের স্বপ্নে এসে দেখা দেয়।
আর যদি বউদি কোমর দোলান। সেটা আবার পাড়ার গলিতে। ভাবছেন তাহলে কি হবে? কি-ই আর হবে। নিশ্চিত পতন। এই মুহূর্তে সে রকমই একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দুই হলুদ রঙের শাড়ি পরা বউদির কোমরের দোলায় সরগরম সোশ্যাল মিডিয়া।
বউদিরা কখনো নাচছেন ৯০ এর দশকের বিখ্যাত ‘বিন্দিয়া চমকে, চুড়ি খনকে’র তালে কখনো সানি লিওনের ‘পানি ওয়ালা ড্যান্স’-এর তাদের শরীরে দিচ্ছে ‘দে দোল দোল’। সেখানেই কুপোকাত ঠাকুরপোরা।
ধারণা করা হচ্ছে, ভাইরাল হওয়া বউদিদের ‘নিটোল’ নৃত্য শৈলী দেখে মনে হচ্ছে কোনো একটি বিয়ে বাড়িতে তারা নিজেদের মধ্যে নাচা-নাচি করছিলেন। অনেকেই সেই ভিডিও করছিলেন। হয়তো এদেরই কোনো একজন ভিডিওটি ফেসবুকে পোস্ট দিয়েছেন।
সেকি নাচ! শাড়ির ভাঁজের চোর কাঁটা এসে আসতে আসতে বিঁধছে ঠাকুরপোদের বুকে।
ভিডিও দেখুন:

একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages