![]() |
একুশে মিডিয়া ডেস্ক:
চুয়াডাঙ্গার জীবননগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত গিয়াস উদ্দীন (৪২) মারা গেছে। গত ৪ জুলাই উপজেলার কন্দপপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রবিবার (৮ জুলাই) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গিয়াসউদ্দীন খন্দবপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার (৪ জুলাই) জমি-জায়গা নিয়ে চাচাত ভাইয়ের সাথে বিরোধের জেরে কথা কাটা কাটির সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে চাচাত ভাই ক্ষিপ্ত হয়ে রড দিয়ে মাথায় আঘাত করে। এতে গিয়াস উদ্দীন গুরুতর আহত হয়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করে। এর ৩ দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৮ জুলাই) ভোরে তার মৃত্যু হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা এজাহারনমীয় ৪ আসামীকে ইতিমধ্যে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment