একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে পৃথক সড়ক দূর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ২ জন। শুক্রবার (২০ জুলাই) উপজেলার ছোট কুমিরা ও কদমরসুল এলাকায় এ দুটি সড়ক দূর্ঘটনা ঘটেছে।
জানা যায়, কদমরসূল সালেহা কার্পেট এলাকায় সকাল সাড়ে ৬ টার সময় ট্রলির ধাক্কায় মো: মুন্সি মিয়া (৭০) নামের এক রাজ মিস্ত্রি নিহত হয়েছে। নিহত মুন্সি মিয়ার বাড়ী চট্টগ্রামের চাদগাঁও থানা এলাকায়।
বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। অপরদিকে বিকাল ৫ টার সময় উপজেলার ছোট কুমিরাস্থ ফায়ার সার্ভিসের সামনে নিমতলা এলাকায় চট্টগ্রামমুখী অলংকার-সীতাকুণ্ড লাইনের একটি মিনিবাস দাঁড়িয়ে যাত্রী তোলার সময় একইমূখী একটি কভার্টভ্যান (ঢাকামেট্রো-ট- ১৩-১২৫০) পিছন দিকে ধাক্কা দিলে মিনিবাসটি রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলে তাসলিমা আক্তার নামের ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিহত হয়।
এতে আহত হয় আরো ২ জন আহতদের উদ্ধার করে কুমিরা ফায়ার সার্ভিস সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আবদুল্লাহ হারুন পাশা ‘একুশে মিডিয়া’কে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা উদ্ধার অভিযানে অংশ নিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করি। নিহত তাসলিমা আক্তার ১ নং ইউপির মিরেরহাট এলাকার আবুল হোসেনের কন্যা। সে জাফর নগর অপর্ণা চরন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনির ছাত্রী। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment