একুশে মিডিয়া, কুষ্টিয়া রিপোর্ট:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) বিভিন্ন বিভাগে চালু থাকা সান্ধ্যকালীন কোর্স বন্ধের সিদ্ধান্ত নিলো প্রশাসন।
রোববার দুপুরে ১১৩তম একাডেমিক কাউন্সিলের বৈঠকে সবার নৈতিক সিদ্ধান্ত অনুসারে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী সান্ধ্যকালীন কোর্স বন্ধের ব্যাপারে প্রস্তাব উত্থাপন করেন। এসময় উপস্থিত সবাই এই প্রস্তাবে সম্মতি জানান।
এদিকে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত হওয়ায় মুহূর্তের মধ্যে তা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই যুগান্তকারী সিদ্ধান্ত নেয়ায় বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী আরটিভি অনলাইনকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি অন্যান্য বিশ্ববিদ্যালয়ও আমাদের অনুসরণ করবে। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment