একুশে মিডিয়া রিপোর্ট:
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বি ফার্ম ৩৪তম ব্যাচের নবীনবরণ এবং বি ফার্ম ২৬তম ব্যাচ ও এম ফার্ম নবম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুলাই) সন্ধ্যায় গণস্বাস্থ্য পিএইচএ ভবনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ডাঃ লায়লা পারভিন বানু। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মেসবাহউদ্দীন আহমেদ, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল অ্যাসোসিয়েশনের সদস্য ইশতিয়াক আহমেদ। এছাড়া গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম অংশে আলোচনা পর্বের পর দ্বিতীয় অংশে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান, কবিতা, নাটক দিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সাজানো হয়। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment