ভোট গণনার সময় প্রিজাইডিং অফিসারের মৃত্যু!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 30 July 2018

ভোট গণনার সময় প্রিজাইডিং অফিসারের মৃত্যু!-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, রাজশাহী রিপোর্ট:
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোট গণনার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে খালেকুজ্জামান (৫৫) নামের একজন সহকারী প্রিজাইডিং অফিসার মারা গেছেন।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি ১৯নং ওয়ার্ডের ছোটবন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৯ নম্বর ভোট কেন্দ্রে  সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।
খালেকুজ্জামান পবা উপজেলা দামকুড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অতিরিক্ত দায়িত্ব হিসাবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং আফিসার অমিনুল ইসলাম বলেন, আজ সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হওয়া ভোটে তিনি ডিউটি পালন করছিলেন। সোমবার সন্ধ্যায় ভোট গণনার সময় হার্ট অ্যাটাক করেন খালেকুজ্জামান। দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক খালেকুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
রাজশাহীর ১৩৮টি কেন্দ্রে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এ সিটিতে মোট ভোটার ছিলেন ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন।
মেয়র পদে পাঁচজন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ১৬০ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে বেসরকারি ফলাফলে রাজশাহী সিটি করপোরেশনে প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এ সিটির ১৩৮টি কেন্দ্রের মধ্যে সবকটির ফল পাওয়া গেছে। তাতে নৌকা প্রতীকে লিটন পেয়েছেন ১  লাখ ৬৬ হাজার ৩৯৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে ৭৮ হাজার ৪৯২ ভোট পেয়েছেন। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages