সিনেপ্লেক্সে চালু হচ্ছে নাইট শো-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 12 July 2018

সিনেপ্লেক্সে চালু হচ্ছে নাইট শো-একুশে মিডিয়া

ছবি: ইন্টারনেট
একুশে মিডিয়া বিনোদন রিপোর্ট:
সিনেমাপ্রেমী দর্শকদের প্রিয় নাম ‘স্টার সিনেপ্লেক্স’। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহটি। হলিউডের নতুন নতুন ছবি বড় পর্দায় দেখার সুযোগ দেশের দর্শকদের কাছে এখন আর স্বপ্ন নয়। আন্তর্জাতিক মুক্তির দিনেই এখন দর্শকরা দেখতে পাচ্ছেন হলিউডের সাড়া জাগানো সব ছবি।
হলিউডের ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে এই প্রেক্ষাগৃহে। যার ফলে নিয়মিতভাবেই রুচিশীল দর্শকরা ভীড় করেন এখানে। বর্তমানে একটি ভিআইপি হলসহ মোট ছয়টি হল রয়েছে এখানে। এই হলগুলোতে প্রতিদিন প্রায় ৪টি করে শো থাকে। তবুও মাঝে মাঝে দর্শকদের চাহিদা মেটানো সম্ভব হয়ে ওঠে না। তাই দর্শকদের সুবিধার কথা চিন্তা করে এবার নাইট শো চালু করতে যাচ্ছে তারা। প্রাথমিকভাবে প্রতি শুক্র ও শনিবার রাত ৮:৩০/৯:০০ টা থেকে চলবে এই শো।
নাইট শো রাখার জন্য দর্শকদের চাহিদা অনেকদিন থেকে বলে জানান স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘মূলত দর্শকদের চাহিদার কথা বিবেচনা করেই নাইট শো চালু করতে যাচ্ছি আমরা। নাইট শো’র জন্য অনেক দর্শকের দীর্ঘদিনের চাহিদা ছিলো। আমরা সব সময়ই দর্শকদের চাহিদাকে মূল্যায়ন করার চেষ্টা করি। আশা করি অনেক দর্শক এর সুবিধা ভোগ করবেন। আপাতত সপ্তাহে দুই দিন এই শো চলবে। দর্শকদের চাহিদার ভিত্তিতে পরবর্তীতে আরো বাড়তে পারে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages