বিএনপির সঙ্গে সংলাপের প্রসঙ্গে যা বললেন সেতুমন্ত্রী-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 29 July 2018

বিএনপির সঙ্গে সংলাপের প্রসঙ্গে যা বললেন সেতুমন্ত্রী-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
সংলাপের কোন সুযোগ নেই, সম্ভাবনাও নেই । এ সময় কি সংলাপ করবো? তবে আমার মনে হয় একটা যোগাযোগ থাকতে পারে। এটাতে অসুবিধা কি? তাহলেও তো অনেক কঠিন বরফও গলতে পারে। যোগাযোগ থাকা ভাল। আমি এ যোগাযোগ রাখার পক্ষে। যেমন আমি কাদের সিদ্দিকির সঙ্গে কথা বলেছি। কর্নেল অলি সাহেবের সঙ্গে কথা বলেছি। এসব যোগাযোগ রাজনীতিতে কনফ্লিকটিকেট দূর করে। রাজনীতিতে সংঘাত বিদ্বেষগুলো পার্সোনাল যোগাযোগে দূর হতে পারে।

রোববার (২৯ জুলাই) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। সমসাময়িক ইস্যু নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
তিনি বলেন, এর আগে ফখরুল সাহেবের সাথে আন-অফিসিয়ালি কয়েকবার দেখা হয়েছে। সেখানে আমি তাকে ফখরুল ভাই সম্বোধন করে কথা বলেছি। তবে অফিসিয়ালি আলোচনা হয়নি। এটা আমাদের দলের বা সরকারের কোন চিন্তা এখনও নেই। আমার মনে হয় এখন আর কোন সম্ভাবনা নেই। আর আমাদের দেশের বাস্তবতা এখন যা এখানে রাজনৈতিক অঙ্গনে কোন সহিংসতা, হিংসা-বিদ্বেষ বা তিক্ততা এসব বিষয়ে ওপেন বহিঃপ্রকাশ এখন নেই। কাজে আলোচনাটা কেন?'
তিনি বলেন, ইলেকশন কিভাবে হবে সেটা আমাদের সংবিধানে আছে। ইলেকশন কমিশনের দায়িত্ব এটাও সংবিধানে লিপিবদ্ধ আছে। ইলেকশন কমিশনের আচরণবিধিও সংবিধানে পরিষ্কার। ফলে সেই বিধান অনুযায়ী ইলেকশন হবে। তাহলে আলোচনা কি নিয়ে হবে? অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচনকালীন সরকার যেভাবে হয় বাংলাদেশেও সেভাবে হবে। এটার জন্য নতুন করে কোন ভাববার বিষয় নেই।'
টেলিফোনে কথা বলতে চেয়েছেন আপনি- এর প্রেক্ষিতে ফখরুল ইসলাম বলেছেন কাদের সাহেব যদি ফোন করে তাহলে তিনি ফিরতি ফোন করবেন, একজন সাংবাদিক এমন প্রসঙ্গ আনলে মন্ত্রী বলেন, এখানেও তারা শর্ত জুড়ে দিচ্ছে। এই যে টেলিফোনে আমরা কথা বলবো সেক্রেটারি টু সেক্রেটারি। এখানেও উনি শর্ত জুড়ে দিলেন। এরকম কনভারসেশনের কি কন্ডিশন আরোপ করা উচিত? এটা কি কোন ডেকোরামের ভাষা?
তিনি বলেন, ফখরুল সাহেবের মায়ের মৃত্যুর পরেও আমি তাকে ফোন করেছি। আমি রুলিং পার্টির সেক্রেটারি হিসেবে তো আমার মধ্যে কোন অহংকার বোধ নেই। তবে তিনি আমাকে কোন সময় ফোন করেননি। আমি জানি তার অসুবিধা আছে। এমনতেই তাদের অফিসের মধ্যে একে অপরকে বলেন উনি সরকারের দালাল। ফলে এ কারণেও হয়তো উনি আমাকে ফোন করেন না। আবার আমার কাছে ফোন করে তিনি লন্ডনের তোপের মুখে পড়েন কিনা সেটাও তো একটা বিষয় আছে। তবে আমি মনে করি এ টেলিফোন কনভারসেশনটা দরকার আছে।
তাহলে আপনি কি বিএনপিকে ফোন দেবেন? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কন্ডিশনের প্রশ্ন আসলে আমি ফোন দিব না। কথা হতে পারে তবে আমি কোন কন্ডিশন মানি না।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages