ফাইল ফটো
একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
রাজধানীর খিলক্ষেত মোড়ে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক লে. কর্নেল মো. ছগির মিয়া একুশে মিডিয়কে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাবালে নূর নামে একটি বাস খিলক্ষেত মোড়ে দাঁড়ান থাকা কয়েকজন শিক্ষার্থীর উপরে তুলে দেয়। এতে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতরা আর্মি স্টাফ কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। একুশে মিডিয়া।””
No comments:
Post a Comment