একুশে মিডিয়া, কুমিল্লা শিক্ষা রিপোর্ট:
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর পল্লী এলাকায় অবস্থিত সোনার বাংলা কলেজ থেকে এইচএসসিতে এবারও শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
এ নিয়ে এ কলেজটি টানা ৭ বার কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পাস করে শ্রেষ্ঠত্ব অভিযাত্রার হাল ধরে রেখেছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) সারা দেশের ন্যায় এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর পরই শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে আনন্দে মেতে উঠেছে কলেজ ক্যাম্পাসে।
কলেজ সূত্রে জানা যায়, ২০১৮ সনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ কলেজ থেকে ৪৩৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস ও ৮৩জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে চমকপ্রদ সাফল্যের স্বাক্ষর রেখেছে। এ কলেজে বিজ্ঞান বিভাগ থেকে ৭৬টি এর মধ্যে ছাত্র ৬০ জন এবং ছাত্রী ১৬ জন। মানবিক বিভাগ থেকে ৬টি। এর মধ্যে ছাত্র ২জন, ছাত্রী ৪জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে একজন ছাত্রী জিপিএ-৫ পেয়ে গৌরব অর্জন করেন।
এছাড়াও বিগত ২০১২ সনে ২৬৮জন, ২০১৩ সনে ৩০২জন, ২০১৪ সনে ৩৩৭জন, ২০১৫ সনে ৩৬০ জন এবং ২০১৬ সনে ৩১৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে টানা ৫ বার শতভাগ পাস করেন।
এ কলেজটি ২০০০ সনে প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই এ কলেজটি অসাধারণ সাফল্য অর্জন করে আসছে।
টানা ৭ বার বোর্ড সেরা জাদুকরি সাফল্যে অর্জনের বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আবু ছালেক মো: সেলিম রেজা সৌরভ বলেন, এ কলেজের শুরু থেকে ধুমপানমুক্ত ও অরাজনৈতিক, নিয়ম-শৃঙ্খলাবিধি যথাযথ অনুসরণ, আধুনিক ও বিজ্ঞান সম্মত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত সহশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকের নিবিড় সমন্বয়ে সর্বোপরি পরিচালনা কমিটির দিক নির্দেশনায় এবং সাপ্তাহিক ও মাসিক পরীক্ষায় ভালো খারাপ যাচাই-বাছাই করে পাঠদান করার ফলে এ ধরনের অসাধারণ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
টানা ৭ বার ধারাবাহিকভাবে শ্রেষ্ঠ ফলাফল অর্জন করায় স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আবদুল মতিন খসরু, গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব ডা: মো: বজলুর রহমান, কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment