ভারী বর্ষণে ২৭ জন নিহত ভারতে -একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 27 July 2018

ভারী বর্ষণে ২৭ জন নিহত ভারতে -একুশে মিডিয়া

একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
ভারী বর্ষণে ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার উত্তর প্রদেশ সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
রাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, আরও কয়েকদিন রাজ্যজুড়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন অংশে ব্যাপক বৃষ্টিপাতের ঘটনায় ২৭ জনের প্রাণহানি ঘটেছে। খবর জি নিউজের।
কর্মকর্তারা জানিয়েছেন, আগ্রায় পাঁচজন, মেইনপুরিতে চারজন, মুজাফফরনগর ও কাসগঞ্জে তিনজন করে, মেরুট ও বারেইলিতে দুইজন করে এবং কানপুর দেহাত, মাথুরা, গাজিয়াবাদ, হাপুর, ঝাঁসি, রায়েবারেলি, জালাউন ও জৌনপুরে একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে।
রাজ্য সরকারের ওই মুখপাত্র জানিয়েছেন, এসময় আরও ১২ জন আহত হয়েছেন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নিয়ম মেনে আর্থিক সহায়তা দিতেও নির্দেশ দেন। এছাড়া আহতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ত্রাণকাজের ব্যাপারে কোনও ধরনের শিথিলতা সহ্য করা হবে না। এদিকে রাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় ফলে ভারী বর্ষণ হচ্ছে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages