পশ্চিমবঙ্গের দিঘায় ১৮৫ কেজি ওজনের উড়ন্ত মাছ!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 10 July 2018

পশ্চিমবঙ্গের দিঘায় ১৮৫ কেজি ওজনের উড়ন্ত মাছ!-একুশে মিডিয়া

একুশে মিডিয়া ডেস্ক:
গল্পের মতো মনে হলেও সত্যি। মাছও উড়তে পারে। এতদিন নাম শুনলেও অনেকেই হয়তো সেই উড়ুক্কু মাছকে চোখে দেখেননি। তবে পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় পর্যটকরা মঙ্গলবার সেই মাছকেই দেখতে পেলেন। তাও ছোটখাটো নয়, একেবারে ১৮৫ কেজি ওজনের বিশাল মাছ! মাছটি প্রায় এগারো ফুট লম্বা। খবর এবেলার।
বিশালাকার এই উড়ুক্কু বা উড়ন্ত মাছ মঙ্গলবার উঠলো দিঘা মোহনায় নবকুমার পয়রার আড়তে। উড়িষ্যার ধামরায় মাঝসমুদ্রে মাছটি ধরেন শঙ্কর গিরি নামে এক মৎস্যজীবী। তিনিই এদিন এই মাছটি বিক্রি করার জন্য দিঘা মোহনার মাছে বাজারে নিয়ে আসেন।
মূলত শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য সমুদ্রের জলের ওপরে উঠে ডানা মেলে উড়তে থাকে এরা। এই মাছগুলো সর্বোচ্চ ২০ ফুট উচ্চতায় প্রতি ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার গতিতে উড়তে পারে বলে দাবি করেছেন অভিজ্ঞ মৎস্যজীবীরা। এরা একটানা ১৬০ ফুট দূরত্ব পর্যন্ত উড়ে যেতে পারে।
প্রথমে মাছটি সমুদ্রের জলের ওপরে মাথা তোলে। এরপর চোখের পলকে লেজ নাড়িয়ে পাখির মতো উড়তে উড়তে সামনের দিকে এগিয়ে যায়। নিচে নামার সময়ে পাখির মতো ধীরে ধীরে ডানা দুটো ভাঁজ করে সাগরের ভিতরে ঢুকে পড়ে।
বিশ্বজুড়ে প্রায় ৬৪ প্রজাতির উড়ন্ত মাছের খোঁজ পাওয়া গিয়েছে। দিঘা মোহনায় এ ধরনের মাছ দেখে খুশি পর্যটকেরা। তবে ওজন অনুযায়ী মাছটির অবশ্য বেশি দাম ওঠেনি। মাত্র পনেরো হাজার রুপিতেই মাছটি বিক্রি হয়েছে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages