পাকিস্তানে আত্মঘাতী হামলায় আহত পিটিআই প্রার্থী, নিহত দেহরক্ষী-ড্রাইভার-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 22 July 2018

পাকিস্তানে আত্মঘাতী হামলায় আহত পিটিআই প্রার্থী, নিহত দেহরক্ষী-ড্রাইভার-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
আত্মঘাতী বোমা হামলায় আহত হয়েছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রার্থী সরদার ইকরামুল্লাহ গান্দাপুর। এছাড়া নিহত হয়েছেন ইকরামুল্লাহ’র দেহরক্ষী ও ড্রাইভার। খবর জিও নিউজ।
আজ রোববার (২২ জুলাই) এই আত্মঘাতী বোমা হামলায় আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ইকরামুল্লাহ।
পিটিআইয়ের এই প্রার্থী রাজনৈতিক সভায় যোগ দিতে যাওয়ার সময় তার বাড়ির কাছে তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ইকরামুল্লাহ গান্দাপুর পিটিআইয়ের নেতৃত্বাধীন খাইবার পাখতুনখোয়া মন্ত্রিসভায় প্রাদেশিক কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ভাই আইনমন্ত্রী ইস্রারুল্লাহ গান্দাপুর আগে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হওয়ার পর উপনির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন ইকরামুল্লাহ।
এরই মধ্যে এ ঘটনায় নিন্দা জানিয়ে টুইট করেছেন পিটিআইয়ের প্রধান ইমরান খান।
উল্লেখ্য, ইকরামুল্লাহর পিকে-৯৯ নির্বাচনী এলাকার প্রাদেশিক আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages